Latest news

জেলা কমান্ড্যান্টের কার্যালয়, রাজশাহী।

ভালো কাজে পুরস্কার,,খারাপ কাজে তিরস্কার,,তিনি শুধু মুখে বলেনি তা আজ প্রমাণও করে দিয়েছেন- পরিচালক, জনাব- মুহাম্মদ মেহেদী হাসান পিএএম।

সোমবার, ১২ জুলাই ২০২১ | ১:২১ এএম | 473 বার

 

এই মহামারির ভয়াবহ অবস্থায় সারাদেশেই করোনার ভারতীয় ধরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর এ লকডাউনে রাজশাহী জেলার সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা হয়।

#

কোভিড-১৯ সেবা দানে কর্মরত আনসার ও ভিডিপি সদস্যদের হাতে, পুরুষ্কারের চেক তাহে তুলে দিলেন – জনাব,মুহাম্মদ মেহেদী হাসান পিএএম।

 

 

এই বিচ্ছিন্ন কালে জেলা আনসার ভিডিপি কার্যালয় হতে মোতায়েন কৃত আনসার ও ভিডিপি সদস্য/ সদস্যাদের হাতে উপহার হিসেবে অর্থ তুলে দেন,,অত্র আনসার ও ভিডিপি রাজশাহী জেলার সম্মানিত জেলা কমান্ড্যান্ট জনাব মুহাম্মদ মেহেদী হাসান, পিএএম মহোদয়।

 

#

উপহার দেওয়ার সময় তিনি আনসার ও ভিডিপি সদস্য/ সদস্যাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকল কার্যক্রমে অংশ গ্রহণ বাধ্যতামূলক করে দিয়েছেন তিনি।

জনসাধারণকে নিরাপদে রাখতেই বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিনামূল্যে ৬০০০০ হাজার সাধারন মানুষকে করোনা ভাইরাসের টিকা(ভ্যাকসিন) গ্রহনের রেজিষ্ট্রেশন ফ্রিতে করবে জেলা আনসার ও ভিডিপি রাজশাহী

২০১১-২০১৬ | কোনো সংবাদ বা ছবি অন্য কোথাও প্রকাশ করবেন না

Development: Zahidit.Com

ঘোষনাঃ
Translate »