Latest news

চট্টগ্রামে একজন চৌকস জেলা কমান্ড্যান্টের যোগদান।

শুক্রবার, ২১ মে ২০২১ | ১১:৪১ এএম | 775 বার

চট্টগ্রামে একজন চৌকস জেলা কমান্ড্যান্টের যোগদান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রামের দক্ষিণ এডমিন জোনে একজন ন্যায় পরায়ণ চৌকস উপপরিচালকের যোগদান।

আজ বৃহস্পতিবার ২০ মেয়ে আশরাফ হোসেন সিদ্দিক নামে বাংলাদেশ আনসার ও
গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক চট্টগ্রামে জেলা কমান্ড্যান্ট হিসাবে যোগদান করলেন।

উপপরিচালক আশরাফ হোসেন সিদ্দিক এর আগে, রাঙ্গামাটির ৩৬ আনসার ব্যাটালিয় অধিনায়ক ছিলেন।

চট্টগ্রামে বর্তমান নবাগত জেলা কমান্ড্যান্ট আশরাফ হোসেন সিদ্দিককে দৈনিক আজাদী টিভি থেকে মুঠো ফোনে চট্টগ্রামে যোগদানের বিষয়ে জানতে চাইলে, তিনি দৈনিক আজাদী টিভিকে বলেন-

মাননীয় মহাপরিচালক মহোদ্বয় চট্টগ্রাম জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট ও দক্ষিন জোন অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে গত ৬য় মে নিয়োগ আদেশ হয়।আমি আজ ২০ মে বৃহস্পতিবার চট্টগ্রাম আনসার ও ভিডিপি বাহিনীর কার্যালয় ও সংযুক্ত অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দক্ষিন জোন অধিনায়ক হিসেবে যোগদান করি।

 

#

নবাগত জেলা কমান্ড্যান্ট আশরাফ হোসেন সিদ্দিককে আমরা আর জিজ্ঞেস করি,

সোস্যাল মিডিয়া অঙ্গীভূত আনসার সদস্যরা দুর্নীতির বিষয়ে খুব বিদ্রোহ পোষ্ট করে যেমন অফার পাওয়ার পর যখন আনসার ভিডিপি বাহিনীর জেলা কমান্ড্যান্টের কার্যালয় আসে সিসি করতে তখন টাকা ছারা সিসি হয় না এব্যাপারে আপনি কি বলবেন।

আশরাফ হোসেন সিদ্দিক বলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কোন দুর্নীতি নেই, জাতির কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যায় ভিডিপি সদস্যরা তারাই আসল যোদ্ধা।

অঙ্গীভূত আনসার সদস্যরা দেশের জন্য জীবন বাজি ধরে কাজ করে যায় পরিবারে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান রেখে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে আসে দেশকে ও দেশের মানুষকে হেফাজত করার জন্য।

অঙ্গীভূত আনসারদের বাস্তব জীবন যুদ্ধে লড়ে যাওয়া এক সংশপ্তক।

তাদের সিসি করতে বা বদলি করতে অর্থ লেনদেন করার সুযোগ নেই,

আমি যেখানে কাজ করি সেখানেই অন্যায়, অবিচার, ও সুযোগ-সুবিধা দেওয়ার নামে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে জিরোট্ররেন্জ জারি করি।

আমাদের বাহিনী হল স্বেচ্ছাসেবী সংগঠন বাহিনীর প্রত্যেকটি সদস্য যদি স্বেচ্ছায় মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারে, তাহলে এ বাহিনীতে কেন দুর্নীতি হবে,

কেন সুযোগ-সুবিধা দেওয়ার নামে অর্থ লেনদেন হবে।
আমি এগুলোকে কখনো পছন্দ করি না।

তিনি আরো জানান আমি যখন চট্টগ্রামে এসেছি তখন এগুলোকে প্রশ্রয় হবে না।

বর্তমানে চট্টগ্রাম জেলায় কেউ যদি সুযোগ সুবিধা দেওয়ার নামে অর্থ চায় তাহলে ভুক্তভগি সদস্য সরাসরি আমার সাথে যেনো যোগাযোগ করে।

 

বিনামূল্যে ৬০০০০ হাজার সাধারন মানুষকে করোনা ভাইরাসের টিকা(ভ্যাকসিন) গ্রহনের রেজিষ্ট্রেশন ফ্রিতে করবে জেলা আনসার ও ভিডিপি রাজশাহী

২০১১-২০১৬ | কোনো সংবাদ বা ছবি অন্য কোথাও প্রকাশ করবেন না

Development: Zahidit.Com

ঘোষনাঃ
Translate »