Latest news

সম্প্রতি লালমনিরহাট বুড়িমারীর হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খানসামায় পিএফজি এবং ইউথ অ্যাম্বাসেডর সদস্যদের মতবিনিময় সভা।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০ | ৩:৪১ অপরাহ্ণ | 91 বার

সম্প্রতি লালমনিরহাট বুড়িমারীর হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খানসামায় পিএফজি এবং ইউথ অ্যাম্বাসেডর সদস্যদের মতবিনিময় সভা।
সম্প্রতি লালমনিরহাট বুড়িমারীর হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খানসামায় পিএফজি এবং ইউথ অ্যাম্বাসেডর সদস্যদের মতবিনিময় সভা।

জে.আর.কামরুজ্জামান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: সমসাময়িক লালমনিরহাট বুড়িমারীর মর্মান্তিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দিনাজপুরের খানসামায় মতবিনিময় সভা করেন, পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক রংপুর বিভাগের কো-অর্ডিনেটর সফিউল আযম চৌধুরী এবং ইউথ অ্যাম্বাসেডর খানসামা উপজেলার সদস্যগণ।

 

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) খানসামার আংগারপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক রংপুর বিভাগের কো-অর্ডিনেটর খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের নেতৃত্বে খানসামা উপজেলার ইউথ অ্যাম্বাসেডর সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক খানসামা উপজেলার কো-অর্ডিনেটর নুরুল হক, ইউথ অ্যাম্বাসেডর খানসামায় কো-অর্ডিনেটর এস এম রকি,সদস্য সাজ্জাদ ইসলাম,আসাদুজ্জামান আসাদ,জে আর কামরুজ্জামান, শিরীন হেমরম,সুনীতি মুর্মু প্রমুখ।

 

মতবিনিময় সভায় সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, বুড়িমারীর ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।

এছাড়াও পিএফজি-র পক্ষ থেকে লালমনিরহাট সহ সারাদেশের জনগনকে সামাজিক সম্প্রীতি বজায় রাখবার আহ্বান জানান তিনি।

২০১১-২০১৬ | কোনো সংবাদ বা ছবি অন্য কোথাও প্রকাশ করবেন না

Development: Zahidit.Com

ঘোষনাঃ
Translate »