সে
জে.আর.কামরুজ্জামান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: বৈরি আবহাওয়ার কারনে এবার অনেক আগেই মাটিতে ঢলে পড়েছে আমন ধান। কৃষকদের মাঝে শুরু হয়েছে হতাশা আর হাহাকার।
তবে কি তাদের সবত্র বিসর্জন দিয়ে বাংলার মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার সংগ্রামের জন্যই এই হাহাকার, এই হতাশা।
মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যই যাদের সংগ্রাম,
এর ফলাফল যদি তাদের মুখের হাসি কেড়ে নেয় তাহলে একদিন হয়তো একদিন বাংলার মানুুষের মুখে অন্ন তুলে দেওয়ার মতো কৃষক থাকবে না।
বৈরি আবহাওয়াই কি তাহলে কৃষকদের হাসি, আনন্দ ও সুখের সব মুহুর্ত গুলো কেড়ে নিলো?????
এ বিষয়ে এক কৃষকের সাথে কথা বললে
মুখে হতাশার ছাপ নিয়ে তিনি বলেন,
“বাপরে মোর শেষ সম্বল ছিল এই হেউত ধান।
এই অসময়ে পানি মোর সব শেষ করে দিল।
যদি এই রকম চলেই, থাকে তাহলে হয়তো মোর চুলায় আর ভাতের হাড়ি উঠবে না”।
কথাটা শুধু ওই কৃষকের মনের দুুঃখ ও দুর্দশা নয় বরং সারা বাংলার কৃষকদের দুঃখ,দুর্দশাকে ইঙ্গিত করে।
এ অবস্থায় কৃষকদের জন্য যদি কিছু করা যায়, তাহলে হয়তো তাদের মুখের হাসি একটু হলেও ফিরিয়ে আনা সম্ভব।
এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করছি।
২০১১-২০১৬ | কোনো সংবাদ বা ছবি অন্য কোথাও প্রকাশ করবেন না
Development: Zahidit.Com