জে.আর.কামরুজ্জামান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার (৩রা নভেম্বর) জাতীয় জেলহত্যা দিবসে খানসামা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পাকেরহাটস্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি গোলাম মোস্তফা আহমেদ শাহ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
এছাড়াও খানসামা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুল হক সরকার হাফিজ, জাকারিয়া চৌধুরী, আকতার হোসেন, ভাবকী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান,প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন,৬নং গোয়ালডিহি ইউনিয়নের সাধারন সম্পাদক ছলিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজাউল করিম, ভেড়ভেড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ওয়াকিল আহমেদ-সহ আওয়ামীলীগ, যুবলীগ,যুব মহিলালীগ এবং ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর একই সালের ৩রা নভেম্বর কারাগারে বন্দী থাকা অবস্থায় জাতীয় চার নেতা তৎকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।
উল্লেখ্য, দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা আহমেদ শাহ এবং সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী সর্বস্তরের জনসাধারণের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করেন।
২০১১-২০১৬ | কোনো সংবাদ বা ছবি অন্য কোথাও প্রকাশ করবেন না
Development: Zahidit.Com